শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দখল ঠেকানোর স্থায়ী সমাধান ওয়াকওয়ে

মোবাশ্বের হোসেন

দখল ঠেকানোর স্থায়ী সমাধান ওয়াকওয়ে

নগরবিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নদীর দুই পাশের দখল ঠেকাতে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে। এর উদাহরণ হাতিরঝিল। যেখান থেকে নদীর সীমানা শুরু সেখান থেকে ওয়াকওয়ে তৈরি করে সবুজায়নের ব্যবস্থা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, জরিপ করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে আগে। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে ওয়াকওয়ে তৈরির কাজ শুরু করতে হবে। হাঁটার রাস্তা হয়ে গেলে সেখানে আর কেউ দোকান, বাড়ি নির্মাণ করতে পারবে না। পর্যাপ্ত গাছ লাগাতে হবে এই সীমানা দিয়ে। হাঁটার পাশাপাশি সাইকেল চালানোর লেন রাখা যেতে পারে। অনেক সময় অনুমতি ছাড়াই ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে নদীর জায়গা দখল করার অপচেষ্টা করা হয়। এসব দখলদারের বিরুদ্ধে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ খবর