শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাখাইনে সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে সহিংসতায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। জেনেভায় সংস্থার মুখপাত্র এক ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল ইউএনএইচসিআরের ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে। খবর বাংলানিউজের। জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। সেখানে অভ্যন্তরীণভাবে মানুষেরা স্থানচ্যুত হচ্ছে। আবার অনেকেই নিরাপদের লক্ষ্যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বান্দরবান এলাকায় আশ্রয় নিচ্ছে। এ ঘটনায় ইউএনএইচসিআর গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। মিয়নমারে মানবিক সহয়তা দেওয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদের সহায়তা দেওয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর। সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে রোহিঙ্গা নাগরিক ছাড়াও বৌদ্ধ ও হিন্দু জনগোষ্ঠীর ওপর নতুন করে নিপীড়ন শুরু করেছে সশস্ত্র বাহিনী। যে কারণে অনেক বৌদ্ধ ও হিন্দু বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সর্বশেষ খবর