রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁসে পাঁচজন আটক

প্রতিদিন ডেস্ক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাব ও পুলিশ গতকাল মুন্সীগঞ্জ ও টাঙ্গাইল থেকে পাঁচজনকে আটক করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- মুন্সীগঞ্জ : র‌্যাব-১১-এর একটি দল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থেকে তিনজনকে আটক করেছে। তারা হলেন মো. মজিবুর হাওলাদার (২৪), মো. স্বপন বেপারী (২০) ও মো. আল আমিন (২০)। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে টঙ্গিবাড়ীর বালিগাঁও বাজারে মামা ভাগিনা মার্কেটের এম এস মায়ের দোয়া ফার্মেসির ভিতরে কিছু লোক প্রশ্নপত্র ফাঁসসহ চলমান এসএসসি ২০১৯ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁস করার উদ্দেশ্যে অবস্থান করছিল। তখন র‌্যাব অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

টাঙ্গাইল : ঘাটাইলে গতকালের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন সাগরদীঘি শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা ও সাগরদীঘি উচ্চবিদ্যালয়ের দফতরি আবদুুর রহমান। ঘাটাইলের সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলাম জানান, সাগরদীঘি এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে শ্যামল সাহা ও দফতরি আবদুর রহমানকে গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ হাতেনাতে পুলিশ ধরে ফেলে। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সর্বশেষ খবর