বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাসন্তী রঙে বইমেলা

প্রতিদিন ডেস্ক

বাসন্তী রঙে বইমেলা

বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্যে ফাগুনের প্রথম প্রহর থেকে গতকাল সারা দেশ মেতেছিল বসন্তবরণে। ধর্ম-বর্ণ-জাত-পাত নির্বিশেষে নারী-পুরুষ-শিশু-কিশোর বসন্তের সাজে এদিন নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে। অসাম্প্রদায়িক চেতনায় বাঙালি দিনভর সাজসজ্জা-নাচ-গান এবং হরেক রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে। অমর একুশে বইমেলাও ছিল বাসন্তী রঙের ছোয়া। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাবি : দেশের সংস্কৃতির লীলাক্ষেত্র ঢাকা বিশ^বিদ্যালয়ে গতকাল ফাল্গুনের প্রথম প্রহরে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন বসন্ত উৎসবে। দিনভর সুরের মূর্ছনা, নৃত্য-গীত আর কবিতা পাঠের মধ্য দিয়ে উৎসব চলে।সকালে চারুকলার বকুলতলায় গিটারের মূর্ছনায় বসন্ত উৎসবের উদ্বোধনী পর্বের সূচনা হয়। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে বসন্ত উৎসব, ১৪২৫-এর আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর একে একে পরিবেশিত হয় গান, আবৃত্তি, নৃত্য। সকাল থেকে বাসন্তী শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরিহিত তরুণ-তরুণীসহ নানা বয়স আর পেশার মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণসহ পুরো বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। বাসন্তী আর গাঁদা ফুলের রঙে সাজেন তরুণ-তরুণীরা। মুখে তাদের নানান রঙের আলপনা। চারুকলা ছাড়াও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ব্যবসায় শিক্ষা অনুষদ ও বটতলায় চলে বসন্তবরণের অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে বসন্তকে স্বাগত জানিয়ে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। চট্টগ্রাম : চট্টগ্রামে সরকারি ও শিল্প-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে বসন্তকে বরণ করা হয়েছে। সব অনুষ্ঠানে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান বইমেলা প্রাঙ্গণে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণিল বসন্ত উৎসব। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য ও বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠ ছিল আকর্ষণীয়। প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে নগরের সিআরবি শিরীষতলায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে সকাল থেকে নগরের শহীদ মিনার প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। রাজশাহী : বসন্তকে বরণ করতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা সেজেছিল বাসন্তী রঙে। সকালে চারুকলা চত্বরে আয়োজন করা হয় বসন্তবরণ ও পিঠা উৎসব। বেলা ১১টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও আয়োজন করেন ছবি প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার। বরিশাল : দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্তবরণ উৎসবের আয়োজন করে বরিশালের সরকারি মহিলা কলেজ। বাসন্তী সাজে সেজে নাচ, গান, আবৃত্তি, র‌্যাম্প মডেলিং, রম্য সংবাদ পাঠসহ নানা আয়োজনে বসন্তবরণ করা হয়।

খুলনা : বসন্তবরণ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ করা হয়। এ উপলক্ষে সকালে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে বসন্তকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সেখানে বসন্তবরণে প্রভাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক কীর্তনখোলা মঞ্চস্থ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর