বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভালোবাসা দিবস আজ

মোস্তফা মতিহার

ভালোবাসা দিবস আজ

মোর প্রিয়া হবে এসো রানী/ দেবো খোঁপায় তারার ফুল/ দ্রোহ, প্রেম, চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানে গানে এভাবেই প্রিয়তমাকে প্রেমের আহ্বান জানিয়েছিলেন। ভালোবাসার আবেগ আর উচ্ছ্বাসে বাহুডোরে বাঁধতে চেয়েছেন প্রিয়তমাকে। আজ ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিন। কাছে আসার দিন। বিশ^ ভালোবাসা দিবসে সারা বিশে^র মতো আজ বাংলাদেশের কপোত-কপোতীরা মেতে উঠবে ভালোবাসার উন্মাদনায়। প্রিয়ার শাড়ির ভাঁজ, হাঁটার ছন্দ, চোখোচোখি সবকিছুতেই থাকবে প্রেমিক পুরুষের ভালোবাসার উচ্ছলতা আর উন্মাদনা। মুঠোফোনের মেসেজ, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার কিশলয় হয়ে উঠবে পল্লবিত। এ দিনে চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মুঠোফোনের এসএমএস-এমএমএসে প্রেমবার্তা, প্রিয় উপহার, অথবা বই ইত্যাদি শৌখিন উপঢৌকন প্রিয়জনকে উপহার দেওয়া হয়। নীল খামে হালকা লিপস্টিকের দাগ, একটা গোলাপ ফুল, চকোলেট, ক্যান্ডি, ছোট্ট চিরকুট আর তাতে দুই ছত্র গদ্য অথবা পদ্য হয়ে উঠতে পারে উপহারের অনুষঙ্গ। অন্যদিকে আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারেন সবাই। চলবে উপহার দেওয়া-নেওয়া।

দিনটিকে ঘিরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, সূচনা সংগীত, ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠ এবং ভালোবাসার দাবিনামা উপস্থাপনসহ আরও নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর