বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যশোরে এক ডজন মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গুলিবিদ্ধ হয়ে বাবর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামের ইউসুফ মোড়লের ছেলে। পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক নূর-উন-নবী বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের রহমতপুরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল বলে পুলিশের কাছে খবর আসে। পুলিশের একটি টিম সেখানে গেলে ডাকাতরা পালিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুপুরের পর নিহতের চাচা ময়েজ মোড়ল হাসপাতাল মর্গে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন। লালমনিরহাট : এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মহুবর রহমান (৪৫) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবরের কদমতলা ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। গুলিবিদ্ধ আহত মহুবর রহমানের বাড়ি উপজেলার তুষভা ার ইউনিয়নের কাশিরাম বৈরাতী গ্রামে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিক্রেতা মহুবর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর