বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক মাছের দাম লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এক মাছের দাম লাখ টাকা

বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় ওঠা একটি বাঘাআইড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ টাকায়। গতকাল দিনব্যাপী মেলা প্রাঙ্গণে ৮২ কেজির বাঘাআইড় মাছটি কেটে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এটি আনেন সিরাজগঞ্জ থেকে আবদুস সামাদ। তিনি জানান, যমুনা নদী থেকে মাছটি ধরেন কয়েক দিন আগে। ১৫শ’ টাকা কেজি হিসেবে তিনি ১ লাখ ২০ হাজার টাকা হাঁকিয়েছিলেন মাছটির দাম। তবে পুরো মাছ কেউ ক্রয় না করায় দুপুর ১২টার দিকে মাছটি কেটে প্রতি কেজি বিক্রি করেন ১৫শ টাকা কেজি দরে।

এ ছাড়া মেলায় ১৬ কেজি ওজনের এক বোয়াল মাছ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 বিশাল আকৃতির মাছ, কাঠের আসবাবপত্র, গৃহস্থালি দ্রব্য আর বড় বড় মিষ্টি কেনাবেচা হয়েছে মেলায়। এখানে ১৫ কেজি ওজনের কাতলা, ১২ কেজি ওজনের সিলভার কার্প, ১৫ কেজির আইড়, ২৫ কেজির গাঙচিতলসহ নানা ওজনের মাছের সমাহার ঘটেছিল। পাশাপাশি মিষ্টি ও ফার্নিচারের মেলাও ছিল জমজমাট। ২০০ বছর ধরে চলে আসা এ মেলাকে ঘিরে প্রায় ৩০ গ্রামের মেয়ে ও মেয়ে জামাইদের করানো হয় বড় মাছ ও মিষ্টি দিয়ে আপ্যায়ন। কোটি কোটি টাকার কেনাবেচা হয়েছে মেলায়। উল্লেখ্য, প্রতি বছরের মাঘ মাসের শেষ বুধবার আয়োজিত এ মেলা কালের বিবর্তনে হয়ে উঠেছে পূর্ব বগুড়াবাসীর মিলনমেলায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর