শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অ্যালায়েন্স গেলে কেন থাকবে অ্যাকর্ড

----------- রুবানা হক

অ্যালায়েন্স গেলে কেন থাকবে অ্যাকর্ড

পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ-অ্যাকর্ড-এর আর প্রয়োজন নেই বলে মনে করেন এ খাতের শীর্ষ স্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। পোশাক খাতের স্বনামখ্যাত এ উদ্যোক্তার মতে, অ্যাকর্ডের ৮৯ শতাংশ কাজ শেষ। বাকি যেটুকু আছে, সেটা নিজেদের সক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তারাই সম্পন্ন করতে পারবেন। বিদেশে অবস্থানরত মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক গতকাল রাতে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের কাছে এখন রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) আছে। এই আরসিসির মাধ্যমে এখন নিজেদের সক্ষমতা অর্জন প্রয়োজন। উদ্যোক্তারা অনেক বিনিয়োগ করেছেন। এটা করা হয়েছে আমাদের নিজেদের স্বার্থেই। তবে অ্যাকর্ড যেন চলে যাওয়ার আগে আরসিসিকে সব কারখানা বুঝিয়ে দিয়ে যায়। কারণ ৮৯ শতাংশ সংস্কার কাজ করার পর আর অ্যাকর্ডের প্রয়োজন নেই। পোশাকশিল্প খাতের এ নেতা বলেন, পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে আর যেসব কাজ বাকি আছে, তা আমাদের উদ্যোক্তারা নিজেরাই করতে পারবেন। অ্যাকর্ড অনেক করেছে, তাদের আর লাগবে না। এই কাজ একদিনে শেষ হবে না। সংস্কার কাজ একটি চলমান প্রক্রিয়া। তাই বলে অ্যাকর্ড তো অনন্তকাল থাকতে পারবে না। আর উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি ইন বাংলাদেশ (অ্যালায়েন্স) চলে গেলে অ্যাকর্ড কেন থাকবে?

সর্বশেষ খবর