শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সপ্তাহের বাজারদর

হঠাৎ বেড়েছে মাছ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। রাজধানীতে মাছ, মুরগিসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। মাছের দাম বেড়েছে ৩০ টাকার বেশি। মুরগি ও পিয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫ টাকা করে। গতকাল রাজধানীর কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সূত্রাপুর, স্বামীবাগ, কমলাপুর, মতিঝিল, হাজীপাড়া, মগবাজার, খিলগাঁও বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। টমেটো, বেগুন, গাজর, মুলা, শালগম, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাকসহ সব রকম শাক-সবজিতে বাজার ভরপুর থাকলেও প্রায় সব ধরনের সবজি আগের সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে ১০ থেকে ১৫ টাকা কেজির মধ্যে বিক্রি হওয়া বেগুন, শালগম, মুলা, পেঁপে এখন ২০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে ১০ থেকে ২০ টাকা পিস বিক্রি হাওয়া ফুলকপির দাম বেড়ে হয়েছে ১৫ থেকে ৩০ টাকা। বাজারে নতুন আসা কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ও করলা। লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা পিস। আর ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে শাক, টমেটো ও নতুন আলু। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা। আর নতুন আলু ১৫-২০ টাকা কেজি। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয় ১৩৫-১৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। মাছের বাজারও দেখা গেছে চড়া। পাঙ্গাশ বাজারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি।

এক সপ্তাহ আগে বিভিন্ন বাজারে এ মাছ ১২০ টাকা কেজি বিক্রি হয়। রুই ও মৃগেল মাছের দাম একলাফে ১০ থেকে ২০ টাকা কেজিতে বেড়ে ২৬০-২৮০ টাকা হয়েছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৪৫০-৬০০ টাকা। তেলাপিয়া ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। পিয়াজ-মরিচের দামও কিছুটা বেড়েছে। নতুন দেশি পিয়াজ বাজারভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ২০-২৫ টাকা।

সর্বশেষ খবর