রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন রূপ পাচ্ছে ডাকসু ভবন

নাসিমুল হুদা, ঢাবি

নতুন রূপ পাচ্ছে ডাকসু ভবন

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের আমেজ লাগতে শুরু করেছে বিশ^বিদ্যালয়জুড়ে। ক্লাসরুম থেকে শুরু করে চায়ের আড্ডা-সবখানেই আলোচনার বিষয় ডাকসু। এদিকে নির্বাচন সামনে রেখে ডাকসু ভবন ও এর সংগ্রহশালার সংস্কার কাজ শুরু করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে নতুন রূপ পেতে যাচ্ছে ঐতিহাসিক এই স্থাপনা। জানা গেছে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসু। প্রতিষ্ঠার সময় থেকে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে এই ছাত্র সংসদ। ডাকসু সক্রিয় থাকাকালে এর নানা রকম কার্যক্রম পরিচালনায় মধুর ক্যান্টিনের সামনের দ্বিতল ভবন ব্যবহৃত হয়েছে। এখনো এর নিচতলার এক পাশে আছে ডাকসু সংগ্রহশালা এবং অন্য পাশে ক্যাফেটেরিয়া। প্রতিষ্ঠার সময় উপরের তলায় ডাকসুর ভিপি, জিএস এবং এজিএসের কক্ষ তৈরি করা হয়েছিল। তবে নব্বইয়ের দশকের শুরুতে ডাকসু ও হল সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এসব কক্ষ একরকম অব্যবহৃত। বেশির ভাগ সময় তালাবদ্ধ দেখা যায়। কমনরুম ও অন্যান্য সম্পাদকের কক্ষগুলোর অবস্থাও একরকম জরাজীর্ণই। তবে ডাকসু নির্বাচন সামনে রেখে ডাকসু ভবন ও সংগ্রহশালার সংস্কার কাজে হাত দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে লাগানো হয়েছে নতুন নামফলক। ডাকসু ভবনের চুনকামের কাজও শেষ হয়েছে। মধুর ক্যান্টিনের সামনে গিয়ে দেখা যায়, ডাকসুর পুরনো দেয়ালে চুনকাম করায় নতুন রূপ পেয়েছে। ভবনের আশপাশের খানাখন্দও পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে শুরু হয়েছে ডাকসু সংগ্রহশালার সংস্কার কাজও। অল্প পরিসরের এই সংগ্রহশালায় স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন ও ডাকসুর সাবেক নেতাদের নানা স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে সংগ্রহশালাকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। লাইটিং বাড়ানো হয়েছে। নতুন কিছু ম্যুরাল তৈরির কাজও চলছে বলে জানা গেছে। সংগ্রহশালায় থাকা বিভিন্ন সামগ্রীতে নতুন করে নেমপ্লেট লাগানোর কাজ চলছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন যে আমগাছটির সামনে থেকে শুরু হয়েছিল, সেই গাছটির ভগ্নাংশকে নতুন কাচের মোড়কে সংরক্ষণ করা হচ্ছে। সংগ্রহশালার দায়িত্বে থাকা চারুকলা বিভাগের শিক্ষক এম এ আজিজ জানালেন, দীর্ঘদিন এর দিকে নজর দেওয়া না হলেও ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অফিসের অধীনে সংগ্রহশালায় সংস্কার কাজ করা হচ্ছে। কিছু ম্যুরাল নতুন করে করা হয়েছে। ছবি ও নেমপ্লেটের কাজ হবে। জাহানারা ইমামের ম্যুরালের কাজ হবে। পরে এগুলো ধারাবাহিকভাবে ডিসপ্লে করা হবে। ডিসপ্লে, নেমপ্লেট, পেইন্টিং ইত্যাদি কাজও শুরু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, আসন্ন ডাকসু নির্বাচনের মাধ্যমে শুধু ভবনের সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং পুরো বিশ^বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। এর হাত ধরে যেন ঢাকা বিশ^বিদ্যালয় ফিরে পায় তার গৌরবময় অতীত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর