রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকার একাংশে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চল এলাকার একটি বড় অংশে (শুক্রবার থেকে গতকাল রাত পর্যন্ত) ২৪ ঘণ্টার বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ এ সময় গ্যাসের অভাবে বাসাবাড়ির রান্নাবান্নার কাজ বন্ধ হয়ে যায়। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় গাড়িতে গ্যাস না নিয়ে ফিরে যেতে হয় চালকদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত একটি গ্যাস পাইপ লাইনে লিক তৈরি হয়। এই লিক সারতে শুক্রবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত চলে মেরামত কাজ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে জানান, পাইপ লাইনে লিক মেরামতের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্লান্ট থেকে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। তবে শুক্রবার রাতে গ্রাহকদের মোবাইলে এসএমএস ও গতকাল দিনে টিভি স্ক্রলে এ বিষয়ে গ্রাহকদের জানানো হয়েছে। এদিকে গ্যাস সরবরাহ না থাকায় এর প্রভাব পড়ে ঢাকার আবাসিক এলাকার পাশাপাশি শিল্প এবং বাণিজ্যিক এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, সাভার, আমিনবাজার ও গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টা বন্ধ ছিল। ফলে পূর্ব প্রস্তুতি না থাকায় বিভিন্ন এলাকার গ্রাহকদের দারুণ ভোগান্তিতে পড়তে হয়। গ্যাস না পেয়ে অনেক পরিবারকেই বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। ফলে রেস্টুরেন্টে ছিল ভিড়। আবার অনলাইনভিত্তিক খাবারের অ্যাপ থেকেও অনেকে খাবার অর্ডার করে খেয়েছেন। এছাড়া গৃহিণীদের কেউ কেউ বিকল্প ব্যবস্থায় রান্নাসহ প্রয়োজনীয় কাজ সারেন। মাটির চুলা, রাইস কুকার, কোরোসিনের স্টোভ দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সারতে হয়। পরিচিতদের বাড়িতে গিয়েও কেউ কেউ খাবার খেয়েছেন। দুর্ভোগের শিকার মোহাম্মদপুরের এক গৃহিণী শাহিনা আক্তার জানান, সকালে নাস্তা তৈরির জন্য চুলা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস আসছে না। পরে আশপাশে খবর নিয়ে জানতে পারি, প্রতিবেশীদের বাড়িতেও একই অবস্থা।  তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল বিকালে জানান, জিটিসিএলের জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত পাইপ লাইনে লিক দেখা যায়। আর এটি মেরামত করা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এ জন্য লাইনটি মেরামতের জন্য তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রাখে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর