রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

২৭২৯ দলকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন শাবি

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

শাবি প্রতিনিধি

‘লুনার ভিআর’ নামে একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ তৈরির মাধ্যমে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’- এ বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম সাস্ট অলিক।

বিশে^র ৭৯টি দেশের বাছাইকৃত ২৭২৯টি দলের সঙ্গে লড়াই করে বাংলাদেশ হতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এই টিম। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা এই প্রতিযোগিতার আয়োজন করে। মোট ছয়টি ক্যাটাগরির মধ্যে ‘বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরিতে ফাইনালে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানকে পিছনে ফেলে সাস্ট অলিক এ জয় ছিনিয়ে আনে। সাস্ট অলিক সদস্যদের মধ্যে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এসএম রাফি আদনান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কাজী মাইনুল ইসলাম, একই বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবু সাদিক মাহদি ও ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাব্বির হাসান। সাস্ট অলিকের  মেন্টর ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বিশ^প্রিয় চক্রবর্তী।

সর্বশেষ খবর