শিরোনাম
শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নয়াদিল্লি হাইকমিশনে একুশে উদযাপন

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

এ দিন সকালে হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ও হাইকমিশনের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পড়ে শোনানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের জন্য এ দিন বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

 

সর্বশেষ খবর