সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে ছয় খুনের আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ে ছয় খুনের আসামি ঢাকায় গ্রেফতার

আনন্দ চাকমা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন চাকমা হত্যার পরিকল্পনাকারী ইউপিডিএফের শীর্ষ কর্মী আনন্দ প্রকাশ চাকমা ওরফে কর্ণ ওরফে অক্ষর ওরফে ফারংকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার স্টাফ কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক  মেজর মোহাম্মাদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনন্দ প্রকাশ চাকমা জানিয়েছেন, শক্তিমান চাকমা ও তপন চাকমা হত্যার পরিকল্পনাকারী এবং সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ইউপিডিএফের শীর্ষ নেতা তিনি। স্থানীয় খুন, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত তিনি। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গত বছরের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা কমপ্লেক্সের গেটে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে তপন চাকমাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এরপর পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর ঢাকায় এসে গা ঢাকা দেন আনন্দ চাকমা।

সর্বশেষ খবর