সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

চেন্নাইতে ডেপুটি হাইকমিশন খুলতে চায় বাংলাদেশ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের তামিলনাড়– রাজ্যের রাজধানী চেন্নাইতে ডেপুটি হাইকমিশন স্থাপনে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। ভারতের দক্ষিণাংশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে নতুন এই কূটনৈতিক মিশন স্থাপন করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি ভারতীয় মিডিয়াকে বলেছেন, ইতিমধ্যেই চেন্নাইতে ডেপুটি হাইকমিশন স্থাপনের                 বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই মিশন স্থাপনের কার্যক্রম শুরু হবে। এর আগে মিশন স্থাপনের বিষয়ে তামিলনাড়– রাজ্য সরকারের কিছু আপত্তি ছিল। কিন্তু বাংলাদেশে ভারতের সদ্য সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চেন্নাইয়ের রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠক করে তা দূর করেছেন। এখন ভারতে বাংলাদেশের হাইকমিশনার স্থানীয় মিডিয়ার মাধ্যমে সেখানকার সব সংশয় দূর করার চেষ্টা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ডেপুটি হাইকমিশন হবে ভারতে বাংলাদেশের ষষ্ঠ মিশন। বর্তমানে নয়াদিল্লির বাইরে কলকাতা, মুম্বাই, গোয়াহাটি ও আগরতলায় বাংলাদেশ মিশন রয়েছে।

 

 

সর্বশেষ খবর