বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বিকাশ বাসের কর্মীরা। গতকাল বিকাল ৫টার দিকে বনানীর এমইএইচ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মেরাজ ইবনে রশিদ নৃবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে ক্যাম্পাসের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’ এর বাসে বাসায় ফিরছিলেন মেরাজ। এ সময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেলপারের সঙ্গে বাকবিত া হয়। একপর্যায়ে মিরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায়। এরপর বনানী এলাকার এমইএইচ এলাকায় আসলে চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেলপার। আহতাবস্থায় মেরাজকে উদ্ধার করে পার্শ¦বর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের শিক্ষার্থীরা বনানী এলাকায় রাস্তা অবরোধ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। জানা মাত্রই স্থানীয় থানায় যোগাযোগ করেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আহত হওয়ার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। বাস এবং বাসের হেলপার আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর