শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বইমেলা বাড়ল দুই দিন

মোস্তফা মতিহার

বইমেলা বাড়ল দুই দিন

শেষ হতে গিয়েও শেষ হয়নি রাজধানীর অমর একুশে বইমেলা। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রকাশক দের দাবিকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলার সময় আরও দুই দিন বাড়িয়েছে। এই হিসেবে কাল শনিবার ২ মার্চ শেষ হবে এবারের গ্রন্থমেলা। এদিকে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী,  গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশক ও বাংলা একাডেমির বিক্রি মিলিয়ে এবার মোট ৮০ কোটি ৭০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ২ কোটি ১৫ লাখ টাকার বই, আর প্রকাশকরা বিক্রি করেছেন ৭৭ কোটি ৫৫ লাখ টাকার বই। গতবার বাংলা একাডেমি বিক্রি করেছিল ১ কোটি ৬৫ লাখ টাকার বই। গতবারের তুলনায় বাংলা একাডেমি ৫০ লাখ টাকার বই বেশি বিক্রি করেছে।

অন্যদিকে গতবারের তুলনায় এবারের মেলায় প্রকাশকরা ৭ কোটি ৫ লাখ টাকার বই বেশি বিক্রি করেছেন। এবার মোট ৪ হাজার ৬৮৫টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫১টিকে মানসম্পন্ন বই হিসেবে ধরা হয়েছে। এ ছাড়া ২৭ দিনে সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে ৮২০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭৭০টি স্টল নিয়ে এবারের মেলায় ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে প্যাভিলিয়ন ছিল ২৪টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর