শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বস্তির হাজারো ঘর ছাই, দুই শিশুর লাশ মিলল ডোবায়

নিজস্ব প্রতিবেদক

বস্তির হাজারো ঘর ছাই, দুই শিশুর লাশ মিলল ডোবায়

রাজধানীর ভাসানটেক এলাকায় সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীরের বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতের এ আগুনে ঘুমন্ত বস্তিবাসী প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে যান। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। নিখোঁজ হয় তিন শিশু। এদের মধ্যে দুপুরে বস্তির একটি ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আগুনে বস্তির হাজারো ঘরবাড়ি পুড়েছে। গৃহহারা হয়েছেন হাজারো বস্তিবাসী। ফায়ার সার্ভিস বলছে, ১২ বছর বয়সী আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে। ওই শিশুর সন্ধানে আজ শুক্রবার বস্তিতে ফের তল্লাশি করা হবে। উদ্ধার হওয়া দুই শিশু হলো ওই বস্তির বাসিন্দা ছনু মিয়ার দুই বছরের ছেলে তন্ময় ও নূরে আলমের তিন মাস বয়সী মেয়ে ইয়াসমিন। শিশু তন্ময়ের মা রূপা জানান, রাতের আগুনে পালানোর সময় আমার কোল থেকে পড়ে যায় দুই বছরের ছেলে তন্ময়। এরপর মানুষের ভিড়ে আমার ছেলেকে আর খুঁজে পাইনি। আগুন লাগার পর থেকে শিশুটির মা, দাদিসহ পরিবার সদস্যরা ভাসানটেকের ওই ধ্বংসস্তূপে শিশু তন্ময়কে খুঁজতে থাকে। তন্ময়ের লাশ পাওয়ার পর তাদের আহাজারিতে ভাসানটেকের পোড়া বাতাস আরও ভারী হয়ে ওঠে। প্রসঙ্গত, রাত দেড়টার দিকে সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীরের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ২১টি ইউনিটের সহযোগিতায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর