শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা

হাজিরা দিতে এসে এমপি রানা অসুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল টাঙ্গাইল আদালতে হাজিরা দিতে এসে তিনি অসুস্থবোধ করলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে রানার উপস্থিতিতে আরও একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানম আগামী ৪ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেন। আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রানাকে টাঙ্গাইলের বিচারিক আদালতে আনা হয়। পরে ১১টা ১০ মিনিটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানম এ চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। রাষ্ট্রপক্ষে এ মামলার সাক্ষী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশরাফ আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীনের সাক্ষ্য প্রদানের দিন ধার্য ছিল। আশরাফ আলী অসুস্থ থাকায় সাক্ষ্য দিতে আসেননি। অপর সাক্ষী নাজমুল হুদা নবীন সাক্ষী প্রদান করেন।

পরে বিচারক আগামী ৪ এপ্রিল এই মামলার অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, রানার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রয়েছে। রক্ত উঠানামা করছে। পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।

সর্বশেষ খবর