শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টির প্রভাবে বেড়েছে  সবজির দাম

বাজার দর

কয়েক দিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পিয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমার কারণে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। গতকাল রাজধানীর উত্তরা কুশল সেন্টার কাঁচাবাজার, আজমপুর বিডিআর বাজার, নতুনবাজার বাড্ডা, গুলশানসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে সরবরাহ কমে বেশির ভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজার ও মানভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০ টাকা। বেগুন প্রতি কেজি ৫০ টাকা, আগে ছিল ৩০ টাকা। ধনেপাতা প্রতি কেজি ৬০ টাকা, আগে ছিল ৫০ টাকা। প্রতি কেজি শিম ৩০ টাকা, আগে ছিল ২০ টাকা। ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, আগে বিক্রি হয়েছে ১৫ টাকায়। বাঁধাকপি প্রতি পিস ৩৫ টাকা, আগে ছিল ২০ টাকা। এ ছাড়া প্রতি কেজি করলা ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, প্রতি কেজি শালগম ৩০ টাকা, মুলা ২৫ টাকা, নতুন আলু ১৫ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা আঁটি। কেজিতে দেশি পিয়াজ ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। আর আমদানি করা ভারতীয় পিয়াজের দাম ৫ টাকা বেড়ে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। লেয়ার মুরগি প্রতি কেজি ২০০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয় ১৮০ টাকায়। কক মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা পিস। দেশি মুরগি প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা, যা আগে বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। গরুর গোশত ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের ডিমের দাম। মুরগির ডিম ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। হাঁসের ডিম ১৫৫ টাকা ও দেশি মুরগির ডিম ১৭০ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে। বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ৪০০ টাকা কেজি, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৬৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা, চিতল ৫০০ থেকে ৮০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, বেলে ৭০০ টাকা, বাইন ৬০০ টাকা, পোয়া ৫০০ টাকা, মলা ৪০০ টাকা এবং শোল ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সর্বশেষ খবর