শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নওগাঁর অপহৃত ছাত্রী জাহাঙ্গীরনগরে উদ্ধার

প্রতিদিন ডেস্ক

নওগাঁয় অপহৃত এক স্কুলছাত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুননেছা ছাত্রী হল থেকে উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব ৫-এর নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার  মো. যায়েদ শাহরীয়ার বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে উদ্ধারের পর পরিবারে হস্তান্তর করা হয়েছে। খবর বিডিনিউজের। নওগাঁর আত্রাই পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে অপহৃত হয় বলে মামলায় অভিযোগ করেন ছাত্রীর মা। মামলায় আসামি করা হয় জেলার রানীনগর উপজেলার বেতগাড়ি গ্রামের রতন মিয়ার ছেলে তপুকে। তপু কোনো পেশাগত কাজের সঙ্গে সম্পৃক্ত নয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তার বাবা ও বোনকে আটক করলেও তপুকে ধরতে পারেনি। র‌্যাব কর্মকর্তা যায়েদ শাহরীয়ার বলেন, ‘প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুননেছা ছাত্রী হল থেকে উদ্ধার করা হয়। তাকে তার পরিবারে হস্তান্তর করা হয়েছে।’ তবে এ ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। ফজিলাতুননেছা হলের প্রাধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগত কারও থাকার নিয়ম নেই। ঘটনা তদন্ত করা হচ্ছে। কারও অপরাধ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর