শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আধুনিক শুঁটকি মহাল হচ্ছে কক্সবাজারে

মোস্তফা কাজল, কক্সবাজার থেকে ফিরে

আধুনিক শুঁটকি মহাল হচ্ছে পর্যটন নগরীখ্যাত কক্সবাজার জেলায়। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ৪৫ একর জমির ওপর ২৫৮ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার শহরের খুরুশকুলে একটি আধুনিক শুঁটকি মহাল ও ইটিপি স্থাপিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় এ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। চলতি ২০১৯ সালের ১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০২১ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। এটি নির্মিত হলে শুঁটকি বিদেশে আরও বেশি রফতানির সুযোগ সৃষ্টি হবে। প্রায় পাঁচ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি ৫০ হাজার জেলের শুঁটকি ব্যবসার প্রসার ঘটবে। বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কক্সবাজার জেলার খুরুশকুলে একটি আধুনিক শুঁটকি মহাল ও ইটিপি স্থাপন হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পুনর্বাসিত পরিবারগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্লাস্টারভিত্তিক সেমি-ইম্প্রুভড ও আধুনিক শুঁটকি প্রক্রিয়াকরণ পদ্ধতি চালু করা, রাসায়নিক পদার্থ ও ধূলিকণামুক্ত শুঁটকির সরবরাহ নিশ্চিত করা, গুণগতমানসম্পন্ন কাঁচা মাছ সংগ্রহের জন্য আধুনিক মৎস্য অবতরণের ব্যবস্থা করা এবং শুঁটকি মাছের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা। বর্তমানে সরকার কক্সবাজারে আন্তর্জাতিকমানের বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প গ্রহণের ফলে ওই এলাকায় বসবাসরত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে এবং পুনর্বাসিত পরিবারগুলোর কর্মসংস্থানের জন্যই এ আধুনিক শুঁটকি মহাল ও ইটিপি স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়। এ প্রকল্পের নির্মাণকাজের মধ্যে ৫০ টনের আইস প্লান্ট, মৎস্য অবতরণ ও প্রক্রিয়াকরণ শেড থাকছে। ২ হাজার ৪৫০টি গ্রিনহাউস বেসড  মেকানিক্যাল ড্রায়ার, ৫০টি সেমি মডার্ন মেকানিক্যাল ড্রায়ার ৫০০ ও ৩০০ টনের দুটি কোল্ড স্টোরেজও থাকছে এতে। কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ফিসমিল ও ফিস ওয়েল প্লান্ট ও  মেশিন রুম নির্মাণ করা হবে। এ ছাড়াও ড্রাইফিস মার্কেট, মাল্টিপ্লেক্স বিল্ডিং, কনভেয়র বেল্ট (জেটি  থেকে ল্যান্ডিং স্টেশন), ট্রাক পার্কিং, প্যাকেজিং ফ্যাক্টরি, ইলেকট্রিক সাব-স্টেশন ও জেনারেটর হাউস, চারটি টয়লেট জোন, ইটিপি ও ডব্লিউটিপি স্থাপন এবং ২৪ কিলোমিটার অভ্যন্তরীণ রোড-নেটওয়ার্কও তৈরি করা হবে।

সর্বশেষ খবর