শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে প্রধানমন্ত্রীর আত্মীয় ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই প্রতারকের নাম সাজ্জাদ হোসেন। গতকাল ভোরে উত্তরার ১২ নম্বর সেক্টর পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, সাজ্জাদ প্রতারণার মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, সাজ্জাদ গত ১৫ বছর ধরে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তার বাড়ি রংপুরের কোতোয়ালি থানার সালবনে। বর্তমানে তিনি ঢাকার উত্তরার সেক্টর-১২, রোড-৬ এর ৫১ নম্বর বাড়িতে থাকতেন। সাজ্জাদ নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সাজ্জাদের উত্তরায় ৫ কাঠার ওপর ৬তলা বিশিষ্ট একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং একটি নিশান এক্সট্রেল গাড়ির সন্ধান পাওয়া গেছে। একসময় তিনি ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ভাষানটেকে থাকতেন। তিনি বিভিন্ন প্রজেক্টে ইট-বালু সাপ্লাই দিতেন। দীর্ঘদিন ধরে ব্যবসা করার সুবাদে একপর্যায়ে তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেন। এই পরিচয়ে বিভিন্ন অফিসে গিয়ে তদবির করে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, সাজ্জাদের গ্রামের বাড়ি রংপুর হওয়ার সুবাদে একপর্যায়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নে (আপন বড় বোনের ছেলে) হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন। ৩-৪ বছর ধরে বিভিন্ন জায়গায় এই পরিচয় ব্যবহার করায় কিছু লোক তাকে প্রধানমন্ত্রীর আত্মীয় হিসেবে বিশ্বাস করা শুরু করে। এ ছাড়াও মানুষের মনে বিশ্বাস স্থাপনের জন্য তিনি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে ছবি তোলেন এবং প্রয়োজনে প্রদর্শন করতেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কিছু ব্যক্তিকে টার্গেট করেন এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে তিনি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

সর্বশেষ খবর