রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামীম ওসমানের

জনসভা শুরু হওয়ার কথা দুপুর ২টায়। কিন্তু বেলা ১১টা থেকেই মিছিলের স্রোত যাচ্ছিল নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায়; যেখানে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি, দুর্নীতি, ইভ টিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসভা ডেকেছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ মহানগরসহ আশপাশের ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ থানা থেকে একের পর এক মিছিল আসতে শুরু করায় পুরো শহরই একসময় মিছিলের নগরে পরিণত হয়। মিছিলে আগত নেতা-কর্মীদের গায়ে ছিল রংবেরঙের টি-শার্ট, মাথায় টুপি, হাতে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু, সজীব ওয়াজেদ জয় ও শামীম ওসমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার। বাদ্যের তালে তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে সারা শহর। চারটি পিকআপ ভ্যানের সমন্বয়ে তৈরি অস্থায়ী মঞ্চে ছিল বিশালাকৃতির স্ক্রিণ। যেখানে জনসভার কার্যক্রম সরাসরি দেখানো হচ্ছিল। সেই সভামঞ্চে শামীম ওসমান যখন উঠে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়েন তখন মানুষের ঢল ২ নম্বর রেলগেট ছাড়িয়ে চাষাঢ়া গোলচত্বর এসে ঠেকেছে। শামীম ওসমান জনতাকে মাইকে বার বার অনুরোধ করে বলছিলেন, জনসভাস্থলে তিল ধারণের জায়গা নেই, আপনারা যে যেখানেই আছেন সেখানেই অবস্থান করুন। একপর্যায়ে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান ধরলে উপস্থিত নেতা-কর্মীরাও গগনবিদারী আওয়াজ তুলে গলা মেলান। গতকাল বিকালে নারায়ণগঞ্জের স্মরণকালের বৃহত্তম জনসভা থেকে শামীম ওসমান মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি, দুর্নীতি, ইভ টিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ জনসভায় শামীম ওসমান নিজেই সভাপতিত্ব করেন। শামীম ওসমান এমপি মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতাদের উদ্দেশে বলেন, সিএস, এসএ ও আরএস পরচা দেখে আওয়ামী লীগ করান। দেখবেন বেইমানের জন্ম নেবে না। নারায়ণগঞ্জে অনেকেই আছেন যারা দিনের বেলায় আওয়ামী লীগ আর রাতে জামায়াত করেন। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস রাখুন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে একসঙ্গে কাজ করছে। সাধারণ মানুষ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে চায়। তাই এ জনসভা থেকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি, দুর্নীতি, ইভ টিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে যুদ্ধ ঘোষণা করলাম। শামীম ওসমান এমপি এমপি বলেন, আমি নির্বাচন করার রাজনীতি করতে আসিনি। জনগণের সেবা করার জন্য রাজনীতি করছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে বড় ভাই নাসিম ওসমানের কীর্তিগাথা টেনে শামীম ওসমান বলেন, সেই সপ্তম শ্রেণি থেকেই রাজনীতি শুরু করেছি। বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে পোস্টার সাঁটাতে গেলে পুলিশ আমার পিঠে সাইকেল ভেঙেছে। ওসমান পরিবার নারায়ণগঞ্জবাসীর কল্যাণে অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহসভাপতি চন্দন শীল, শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, এম শওকত আলী, মুজিবুর রহমান, অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, নাজমুল আলম সজল, এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, ইসরাত জাহান স্মৃতি, প্রফেসর শিরিন বেগম প্রমুখ।

সর্বশেষ খবর