রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বিজিএমইএ নির্বাচন

হামলায় আহত চার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিজেদের চার সমর্থক আহত হওয়ার অভিযোগ করেছে স্বাধীনতা পরিষদ। গতকাল দুপুরে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এ হামলার প্রতিবাদে বিকালে সংগঠনটির কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্বাধীনতা পরিষদ। তাদের অভিযোগ, এ হামলা চালিয়ে মনোনয়নপত্র জমার প্রমাণপত্র ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ। তারা নির্বাচন চায় না। পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। তবুও প্রতিপক্ষ আমাদের ওপর হামলা করছে। আসলে যারা নির্বাচন চায় না, বরং বিনা ভোটে বিজিএমইএ পরিচালনা পর্ষদে আসতে চায়, তারাই হামলা করেছে। প্রসঙ্গত, দুই বছর মেয়াদি বিজিএমইএ পরিচালনা পর্ষদের নেতৃত্ব বাছাইয়ে প্রায় ৫ বছর পর আগামী ৬ এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে। ২০১৫ সালে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে সংগঠনটির দায়িত্বে আসা সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন পর্ষদের মেয়াদ কয়েক ধাপে বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৬ এপ্রিল ৩৫টি পরিচালক পদের নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৬ মার্চ। ওই সম্মিলিত পরিষদ ও ফোরামের আধিপত্য ভাঙতে আলাদাভাবে প্যানেল দিতে যাচ্ছে স্বাধীনতা পরিষদ। গতকাল দুপুরে ওই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার স্বাধীনতা পরিষদের চার সমর্থক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানিয়েছেন পরিচালক পদের প্রার্থী সাইফুল ইসলাম। প্রতিপক্ষের হামলায় আহত মোস্তাক ফ্যাশনের কর্ণধার এম এইচ মোস্তাক জানিয়েছেন, হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা বোর্ডকে জানানো হয়েছে। তিনিসহ মোট চারজন আহত হয়েছেন। প্রতিপক্ষের আমজাদ, আহাদ, ফিরোজ লিটনসহ অন্যরা তার গায়ে হাত তুলেছেন। তার সঙ্গে আহত অন্যরা হলেন- হানজালা সোয়েটারের আতিনুর রহমান, ডিজাইন অ্যান্ড সোর্সের শহিদুল ইসলাম ও শাহজাহান।

এ প্রসঙ্গে বিজিএমইএ নির্বাচনী পরিচালনা বোর্ডের সচিব রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, স্বাধীনতা পরিষদের কারও ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাইনি। এ ধরনের কোনো খবর শুনিনি।

সর্বশেষ খবর