সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পরহিতৈষী সূচকে বাংলাদেশের পেছনে বিশ্বের অর্ধেক দেশ

প্রতিদিন ডেস্ক

পরের উপকার করার সূচকে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশের মানুষকে পেছনে ফেলেছেন বাংলাদেশের জনগণ। বাংলাদেশ এশিয়ায় আছে নবম অবস্থানে। সূচকটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা চ্যারিটি এইড ফাউন্ডেশন। সূত্র : ডয়েচে ভেলে। রিপোর্টে বলা হয়েছে, জরিপের আওতায় থাকা বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪ নম্বরে, এশিয়ায় নবম অবস্থানে। তিনটি বিষয়ের ওপর তথ্য নিয়ে একটি দেশের স্কোর নির্ধারণ করা হয়েছে। সেখানে বাংলাদেশের গড় স্কোর ৩১। ২০১৭ সূচকের চেয়ে ২০১৮ সূচকে সবচেয়ে উন্নতি করা প্রথম তিনটি দেশের একটি বাংলাদেশ। এক ও দুই নম্বরে আছে কঙ্গো ও প্যারাগুয়ে। পরহিতৈষী সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৭৪ হলেও, সংখ্যার বিচারে সবচেয়ে বেশি অচেনা মানুষকে উপকার করার সূচকে দক্ষিণ এশিয়ার দেশটি সপ্তম। তবে শতকরা হারের হিসাবে অচেনা মানুষকে উপকার করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৪৪।

সর্বশেষ খবর