সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ঐতিহ্য

সুলতান মেলা শুরু

নড়াইল প্রতিনিধি

সুলতান মেলা শুরু

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল থেকে নড়াইলে সুলতান মেলা শুরু হয়েছে। সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে বিকালে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ১০ দিনব্যাপী  মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন  মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সুলতান ফাউন্ডেশনের সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রমুখ। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে।

১০ দিনব্যাপী সুলতান মেলায় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমিসহ ৩৪টি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান করবে। এই মেলাকে কেন্দ্র করে দুই শতাধিক দোকানি মেলা প্রাঙ্গণে তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর