সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রেজিস্ট্রি অফিসে দুর্নীতির দুষ্ট চক্র ভেঙে ফেলার নির্দেশ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সাব-রেজিস্ট্রি ও জেলা রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতির দুষ্ট চক্র ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবন্ধন অধিদফতরে স্বচ্ছতা ও জনবান্ধব পরিসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে  আয়োজিত এক মতবিনিময় সভায় সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের এ নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে আইনমন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা বক্তৃতা করেন। আইনমন্ত্রী বলেন, আপনারা নিজেরা মাঠ পর্যায়ে চাকরি করেন। আমি সেখানে চাকরি করি না। তাই দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে অবশ্যই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এতে প্রতিবন্ধকতা এলে আমি সহযোগিতা করব। তিনি বলেন, আমরা কেন এই মানসিকতা তৈরি করতে পারব না যে, আমরা ঘুষ খাব না, আমরা সততার সঙ্গে কাজ করব এবং জনগণকে যথার্থ সেবা দেব। এটি কঠিন কাজ নয়। আপনারা আমাকে এ কাজ করে দেখান আমি আপনাদের আনুষঙ্গিক প্রটেকশন এবং প্রিভিলিজ দেব। আনিসুল হক বলেন, জনগণের দাবি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ দাবি কেন? ২৬ বছর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া এই দেশ চালিয়েছেন। জনগণের অবস্থা হয়েছিল গরীব থেকে গরীবতর। তখন যারা সরকার চালিয়েছে তারা ছেড়া গেঞ্জি থেকে রাজ প্রাসাদ বানিয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে তা সব মানুষের কাছে পৌঁছিয়েছে। এই পৌঁছানোর কারণে আজকে মানুষের প্রয়োজন একটা সুস্থ সমাজ। সুস্থ সমাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ।

সর্বশেষ খবর