মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দর্শনার্থীর পদচারণায় শেষ হলো বসুন্ধরায় দুই মেলা

নিজস্ব প্রতিবেদক

দর্শনার্থীর পদচারণায় শেষ হলো বসুন্ধরায় দুই মেলা

শেষ হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এলপিজি সামিট ও ইন্দো-বাংলা অটোমোটিভ শো। গতকাল শেষ দিনে দুই মেলাই ছিল দর্শনার্থীর পদচারণায় মুখর। আগত দর্শনার্থীদের জন্য ছিল নানা উপহার ও পুরস্কারের ব্যবস্থা। আগতরা র‌্যাফেল ড্র ও সেলফি কনটেস্টে অংশগ্রহণ করে জিতে নেন টি-শার্ট, মগ, ফ্রিজ থেকে মোটরবাইক পর্যন্ত। গত ১ মার্চ শুরু হওয়া চার দিনব্যাপী অটোমোটিভ শোয়ে একই ছাদের নিচে বিভিন্ন মডেলের শত শত প্রাইভেটকার, থ্রি-হুইলার, পিকআপ, বাস, ড্রামট্রাক, ট্রাক, মোটরবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ে হাজির হয় বাংলাদেশ ও ভারতের অটোমোবাইল খাতের অর্ধশতাধিক প্রতিষ্ঠান। দর্শনার্থীদের অনেকেই নগদ ছাড় ও কিস্তি সুবিধা পেতে মেলাতেই পছন্দের গাড়ি বা বাইকের অর্ডার দিয়েছেন। সেলফি কনটেস্টের মাধ্যমে দর্শনার্থীদের মগ, টি-শার্টসহ নানা পুরস্কার দেয় নিলয় মটরস। বাংলাদেশে টাটা গাড়ির ডিস্ট্রিবিউটর নিটল মটরসের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) রায়হান হাসনাত বলেন, মেলায় দর্শনার্থীদের থেকে ভালো সাড়া পেয়েছেন। অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান টাটার ড্রামট্রাকের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এদিকে ৩ মার্চ শুরু হওয়া দুই দিনব্যাপী সাউথ এশিয়ান এলপিজি সামিটে অংশ নেয় জ্বালানি খাতের দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান। এলপিজি সিলিন্ডার, প্লান্ট, আধুনিক চুলা, সিলিন্ডার ভাল্ব, গ্যাসের চুলা ও এলপিজি খাতের আধুনিক নানা প্রযুক্তি নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানগুলো। তমা গ্যাস কোম্পানি এলপিজিতে রূপান্তরিত মোটরসাইকেল নিয়ে হাজির হয় এ প্রদর্শনীতে। প্রতিষ্ঠানটির স্টল থেকে জানানো হয়, ২০ হাজার টাকায় একটি মোটরবাইককে এলপিজিতে রূপান্তরিত করেন তারা। এতে অকটেনের তুলনায় মোটরবাইকের জ্বালানি খরচ অর্ধেকের নিচে নেমে যায়। এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য সেলফি কনটেস্টের মাধ্যমে ফ্রিজসহ নানা পুরস্কারের ব্যবস্থা করে কয়েকটি প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর