মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দিনদুপুরে চাপাতি দেখিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ এলাকায় দিনে-দুপুরে একটি ছিনতাইয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসার পর থেকেই আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড নিয়ে অসংখ্য মন্তব্য আসছে। গত ১ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ওই ভিডিওটিতে দেখা গেছে, চাপাতি হাতে দুজন অজ্ঞাত যুবক একটি রিকশার গতিরোধ করে। পরে চাপাতি দেখিয়ে যাত্রীর সবকিছু কেড়ে নেয়। কিন্তু এ সময় আশপাশ দিয়ে অনেকেই হেঁটে চলে গেলেও কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) মোনালিসা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। এরই মধ্যে ওই দুই যুবকসহ চক্রের অন্য সদস্যদের পরিচয় আমরা নিশ্চিত হয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

জানা গেছে, ঘটনাটি ঘটে রাজধানীর মালিবাগ প্রথম লেনের ১৭৩ ও ১৭৪-এর মাঝামাঝি জায়গায়। সেখানকার একটি সিসি টিভি ফুটেজে ছিনতাইয়ের এ দৃশ্য ধরা পড়ে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, রাতের অন্ধকারে রাজধানীর অলি-গলিতে এমন ঘটনার কথা প্রায় শোনা যায়। কিন্তু দিনের আলোতে এমনটা মেনে নেওয়া যায় না। গোলাম সরোয়ার নামের একজন নেটিজেন আশপাশের মানুষের নীরব থাকাকে দায়ী করছেন। তিনি বলেন, একজন মহিলা দৌড় দিয়ে ছিনতাইকারীকে আটক করতে পারেন, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখি। এলাকাবাসীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, ভিডিওতে হলুদ টি-শার্ট পরিহিত ছিনতাইকারীর নাম ইউসুফ আর সঙ্গীর নাম আবুল/সুজন। গুলবাগের বুড়িচালায় এদের আড্ডা।

সর্বশেষ খবর