মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ সীমান্তে ভারত লেজার ওয়াল ব্যবহার করবে

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করার জন্য ভারত ‘লেজার ওয়াল’ ও অন্যান্য হাই-টেক পদ্ধতি প্রয়োগ করবে। এ ধরনের উচ্চ প্রযুক্তির ব্যবহার গত বছর ১৭ সেপ্টেম্বর জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকার সাড়ে ৫ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে।

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পূর্বাঞ্চলীয় মহাপরিদর্শক হেমন্ত কুমার লোহিয়া এই তথ্য প্রকাশ করে বলেন, নতুন ব্যবস্থায় অনুপ্রবেশ ও অন্যান্য অবাঞ্ছিত ঘটনা নিয়ন্ত্রণ সহজ হবে। এতে ব্যবহৃত হবে অদৃশ্য আলোকরশ্মি দিয়ে গড়া দেয়াল (লেজার ওয়াল), সেন্সর, ক্লোজড সার্কিট টেলিভিশন, উচ্চশক্তির ক্যামেরা ইত্যাদি। পদ্ধতিটি স্থল-জল-আকাশে ২৪ ঘণ্টা ব্যবহার্য। ধূলিঝড়, ঘনকুয়াশা কিংবা প্রবল বৃষ্টি কোনো বাধা হতে পারবে না। লোহিয়া বলেন, প্রথম দিকে, আসাম রাজ্যের ধুবড়ি জেলায় এবং ত্রিপুরা রাজ্যের কিছু এলাকায় হাই-টেক সার্ভেইলেন্স সিস্টেম বলবৎ করা হবে।

সর্বশেষ খবর