মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অর্থমন্ত্রীর প্রত্যাশা

চলতি অর্থবছরে হবে ৮.২৫ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২৫ শতাংশ অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। যা গত বছর হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছে। গতকাল ঢাকার শেরেবাংলা নগরের এনইসিতে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরির সঙ্গে বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমাদের রয়েছে প্রতিযোগিতামূলক বেতন-ভাতায় সহজে প্রশিক্ষণযোগ্য নিবেদিতপ্রাণ জনশক্তি, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে স্বল্প ব্যয় এবং আমাদের বৃহৎ শুল্কমুক্ত কোটামুক্ত বাজারে প্রবেশ সুবিধা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে। বিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি, টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণের মতো বাংলাদেশের বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান অর্থমন্ত্রী।  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব গতি সঞ্চারিত হয়েছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর সৌদিতে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যান। শুধু এ বছরেই ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে ৮ হাজার ৩০০, ওমরা ভিসা ৮০ হাজার এবং ১ লাখ ২৮ হাজার হজ ভিসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর