মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

পোকা দমনে ইয়েলো ট্র্যাপ

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

পোকা দমনে ইয়েলো ট্র্যাপ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফসলের পোকা দমনে ইয়েলো ট্র্যাপ বা হলুদ ফাঁদ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠছে। পোকা দমনে আঁঠাযুক্ত এক ধরনের হলুদ কাগজ এখন বাজারে পাওয়া যাচ্ছে। সাধারণত সবজি জাতীয় ফসলে এ ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এ ফাঁদ ব্যবহারের ফলে জমিতে কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলে নিশ্চিত হচ্ছে বিষমুক্ত সবজি প্রাপ্তি। ফসলের পোকা দমনে এতদিন কীটনাশকই ব্যবহার করে আসছিল এখানকার কৃষক। কীটনাশক ফসলের জন্য যেমন ক্ষতিকর, তেমনি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সেদিকে লক্ষ্য রেখেই কীটনাশকের বিকল্প হিসেবে যুক্ত হয়েছে হলুদ ফাঁদ। কৃষি বিভাগ সূত্র জানায়, পোকা-মাকড় সাধারণত হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়। ফলে সহজেই আঁঠাযুক্ত হলুদ কাগজে এসে আটকে গিয়ে মারা পড়ে। আলু, বেগুন, টমেটোসহ বিভিন্ন সবজির জমিতে হলুদ ফাঁদ ব্যবহৃত হচ্ছে। এমনকি পানের বরজেও এই ফাঁদ ব্যাপকভাবে ব্যবহার করছে কৃষক। এতে খরচও অনেক কম পড়ছে। ফলে দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে হলুদ ফাঁদ। পাকুন্দিয়ার আদিত্যপাশা গ্রামের কৃষক রুকন উদ্দিন জানান, কীটনাশক ব্যবহারে খরচ অনেক বেশি। আর এখন হলুদ ফাঁদ ব্যবহারের খরচ অনেক কম হচ্ছে। তাছাড়া বিষমুক্ত সবজি পাওয়া যাচ্ছে। এ সবজি ভালো দামে বিক্রি করা যায়। পাকুন্দিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ জানিয়েছেন, হলুদ ফাঁদ ব্যবহারের ফলে নিরাপদ সবজি উৎপন্ন হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। কৃষি বিভাগ এক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর