বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র

বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আবহমান বাংলার রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার-অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি আমাদের সংস্কৃতির তাৎপর্যপূর্ণ অংশ। বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। আর তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। সেগুলোকে সংগ্রহপূর্বক চিত্রশিল্পে উপস্থাপনের জন্য ১১ দিনের প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল বিকালে একাডেমির চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে শুরু হয় ‘৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক এই প্রদর্শনী। বিকালে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিজাম উদ্দিন, আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাঁপা চাকমা। এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় ৭টি ক্ষুদ্র জতিসত্তার নৃত্য ‘সম্পৃতি’। ১৫ মার্চ শেষ হবে ১১ দিনের এই প্রদর্শনী।

সর্বশেষ খবর