বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

অতিথি পাখি মুখর বিল চিতলিয়া

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

অতিথি পাখি মুখর বিল চিতলিয়া

শীতের অতিথি পাখির কোলাহলে মুখর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিল চিতলিয়া। শীতের শেষের দিকে বিল চিতলিয়ায় আবাস গড়েছে হাজার হাজার অতিথি পাখি। দিনের বেলা এসব অতিথি পাখি বিলের পানিতে মনের আনন্দে ভেসে বেড়ায়। রাতে আশপাশের বাগানে গাছ-পালায় আশ্রয় নেয়। অতিথি পাখি দেখতে যেমন সাধারণ মানুষ আসে তেমনি আনাগোনা বেড়েছে পাখি শিকারিদেরও। পানিতে ভেসে বেড়ানো অতিথি পাখি শিকারি আর সাধারণ মানুষের তাড়া খেয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় আকাশে। আবার নেমে আসে পানিতে। পাখি দেখতে আসা বোয়ালমারীর বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আমির চারু বাবলু বলেন, দিন দিন দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি।

এমনি মুহূর্তে হাজার হাজার বিদেশি পাখি বিল চিতলিয়ায় আসায় আমরা আনন্দিত।

এলাকাটিকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তুলে দেশি-বিদেশি পাখি রক্ষার দাবি জানান তিনি। পরিবেশবিদ ও পর্বত আরোহী হাসামদিয়া গ্রামের জাকারিয়া বেগ বলেন, এক সময় বিল চিতলিয়ায় প্রতি বছরই অতিথি পাখি আসত। মাঝখানে কয়েক বছর আসেনি। এ বছর হঠাৎ করে প্রচুর অতিথি পাখি এসেছে। পাখি শিকারিদের দৌরাত্ম্য বন্ধ করার পাশাপাশি এ বিলে নিবিড় মাছ চাষ বন্ধ করার দাবি জানান তিনি। বর্তমানে যে অতিথি পাখি এসেছে এটি সরালি প্রজাতির হাঁস পাখি বলে জানান তিনি।

সর্বশেষ খবর