বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজানের জেফ বেজোস

প্রতিদিন ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ তালিকা অনুয়ায়ী, ৫৫ বছর বয়সী ও ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। গতকাল বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের হালনাগাদ তালিকা প্রকাশ করে ফোর্বস। এই তালিকা অনুযায়ী, ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ তিন ধাপ নিচে নেমে গেছেন। অন্যদিকে দুই দাপ এগিয়েছেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। ফোর্বসের হিসাব অনুযায়ী, গত এক বছরে বেজোসের সম্পত্তি এক হাজার ৯০০ কোটি ডলার বেড়ে ১৩ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ৬৩ বছর বয়সী বিল গেটসের সম্পদ ৯ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৯ হাজার ৬৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে শেয়ারবাজারে বড় রকমের লোকসানে পড়ায় ৮৮ বছর বয়সী ওয়ারেন বাফেটের সম্পদ দেড়শ কোটি ডলার থেকে কমে গেছে। তাঁর সম্পদের পরিমাণ আট হাজার ২৫০ কোটি ডলার। চতুর্থ স্থানে আছেন বিলাসী পণ্যের ফ্রান্স ভিত্তিক কোম্পানি এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট। কিন্তু পঞ্চম স্থান ধরে রাখতে পারেননি মার্ক জুকারবার্গ। ৯০০ কোটি ডলারের সম্পদ কমায় তিনি চলে গেছেন আট নম্বরে। তালিকায় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন যথাক্রমে মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম, জারা অ্যান্ড ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা অ্যামানিকো ওর্তেগা (স্পেন) ও ওরাকলের সহপ্রতিষ্ঠিতা ল্যারি ইলিসন (যুক্তরাষ্ট্র)।

বরাবরের মতো এবারও তালিকায় আমেরিকান ব্যবসায়ীদের আধিপত্য। শীর্ষ ২০ ধনীর মধ্যে ১৪ জনই ওই অঞ্চলের। অ্যামেরিকার বাইরে শীর্ষ ২০ জনের মধ্যে আছেন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (১৩তম)। সূত্র : এএফপি।

সর্বশেষ খবর