বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আজ শেষ হচ্ছে পথনাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ শেষ হচ্ছে পথনাট্যোৎসব

বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব ২০১৯ আজ শেষ হচ্ছে। ‘নব সৃজনের শিল্প মাটি দেয় শক্তি আনে মুক্তি’ শিরোনামের এ উৎসবে অংশ নিয়েছে রাজশাহী, বগুড়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও নরসিংদীর ১৫টি নাট্যদল ছাড়াও ঢাকার ৩৪টি নাট্যদল। ৪৯টি নাটকের মধ্যে ৪০টিই এ উৎসবে প্রথম মঞ্চায়িত হয়। সম্প্রতি চকবাজার ট্র্যাজেডির মর্মান্তিক ঘটনায় নিহত সব শহীদের স্মৃতির প্রতি এবারের উৎসবটি উৎসর্গ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রসঙ্গত, ১ মার্চ শুরু হয় সাত দিনের এ উৎসব। যশোর হত্যাকান্ডে র ২০ বছর পালন : গতকাল ৬ মার্চ ছিল যশোর হত্যাকা  দিবসের দুই দশক পূর্তি। এ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ওই ঘটনায় নিহতদের স্মরণে এবং হত্যাকান্ডে র পুনর্তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে গতকাল বিকালে উদীচী কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সাবেক সভাপতি কামাল লোহানী, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক ইকবালুল হক খান প্রমুখ। এ ছাড়া অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরী, গেন্ডারিয়া, তেজগাঁও ও লালবাগ শাখা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। আলোচনা সভার পর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দলীয় ও একক সংগীত এবং আবৃত্তি পরিবেশনা। এ ছাড়া ১৯৯৯ সালে যশোর থেকে শুরু করে ২০০৫ সালের ৮ ডিসেম্ব^র নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনা পর্যন্ত উদীচীর রক্তাক্ত ইতিহাসের প্রামাণ্য দলিল নিয়ে উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের প্রযোজনায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর