বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
নর্থ সাউথে নোবেল বিজয়ী রবার্টস

পরিবর্তন আনতে কখনো ভীত হবে না

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তন আনতে কখনো ভীত হবে না

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণ গ্র্যাজুয়েটদের উদ্দেশে সমাবর্তন বক্তা হিসেবে নোবেল বিজয়ী স্যার রিচার্ড জে রবার্টস বলেছেন, জীবনে সফল হতে হলে ব্যর্থতা খুব গুরুত্বপূর্ণ। জীবন চলার পথে বেশির ভাগ বড় উদ্যোক্তা, নেতা ও বুদ্ধিজীবীর অনেক ব্যর্থতা রয়েছে। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। তাই জীবনে ঝুঁকি নিতে হবে।  পরিবর্তন আনতে কখনো ভীত হওয়া যাবে না। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ২২তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তরুণদের উদ্দেশে রিচার্ড জে রবার্টস বলেন, অনেক ছাত্র চাকরিতে যোগ দেয়। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো তুমি কী হতে চাও। যখন কোনো কিছু খুঁজে পাবে তা অর্জনে তোমার উৎসাহ থাকতে হবে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট আছেন যিনি জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না। অথচ জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তা বাংলাদেশের চাইতে আর কেউ বেশি জানে না। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখানে বাড়ছে। সমাবর্তনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে সরকার অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। দেশের শিল্প ও সেবা খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডা. দীপু মনি বলেন, আমাদের সমাজে এখন সহিষ্ণুতার অভাব লক্ষ্য করি। পরমতসহিষ্ণুতার সংস্কৃতিকে ধারণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়তে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ হাসেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ। বক্তব্যে এম এ হাসেম বলেন, নর্থ সাউথ শিক্ষার্থীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে মেধার স্বাক্ষর রাখছে। সমাবর্তনে ৩ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। ১১ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ খবর