বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক দুই ব্যবসায়ী

রাঙামাটিতে বিপুল অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি

খাগড়াছড়িতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ও যৌথ বাহিনী। গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুক্তমঞ্চ এলাকায় আবাসিক হোটেল ফোর স্টারে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি দেশি অস্ত্র, ১১ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে তারা। আটককৃতরা হলেন রঞ্জন চাকমা (৩৭) ও ধনঞ্জয় ত্রিপুরা (৩৫)। তাদের বাড়ি খাগড়াছড়ির  দীঘিনালা উপজেলার বাবুপাড়া। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ও যৌথ বাহিনী। বিকাল ৩টায় ফোর স্টার হোটেলটি চট্টগ্রাম র‌্যাব-৭ ও সেনা-পুলিশ যৌথ বাহিনী ঘিরে ফেলে। পরে হোটেলটিতে তল্লাশি চালায়। অস্ত্র উদ্ধার : এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল রাত ১০টার দিকে বাঘাইছড়ির কাচালং রিজার্ভ ফরেস্ট এলাকার গহিন অরণ্যে এ অভিযান চালানো হয়। সূত্রে জানা গেছে, ফরেস্ট এলাকার গহিন অরণ্যে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালানো শুরু করে। জবাবে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় চলাকালে সুযোগ বুঝে সশস্ত্র সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে গহিন জঙ্গলে পালিয়ে যায়। এ সময় তাদের আস্তানা তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক এম-৪ কার্বাইনসহ একটি এলজি, অ্যামুনেশন, অস্ত্রের ম্যাগাজিন, গান পাউডার ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে। সন্ত্রাসীদের গোপন আস্তানাটি গুঁড়িয়ে দেয় সেনাবাহিনী।

সর্বশেষ খবর