শিরোনাম
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীর বসিলার তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সকালে বসিলায় নদীর তীর দখল করা একটি হাউজিং কোম্পানিতে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অভিযানে বেশ কিছু স্থাপনাসহ হাউজিং কোম্পানির বাউন্ডারি ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানিয়েছেন, গতকাল বুড়িগঙ্গা নদীর বসিলার তীরে গড়ে ওঠা একটি হাউজিং কোম্পানি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযান ১২ কার্যদিবস পর্যন্ত চলবে। অভিযানের দ্বিতীয় পর্বে বসিলার নিকটবর্তী বুড়িগঙ্গা তীরে হাইক্কার খাল ও তুরাগ তীরে চন্দ্রিমা উদ্যান এলাকায় এ অভিযান চলবে। ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে এ অভিযান চলবে। জানা গেছে, উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ওই হাউজিং কোম্পানির এক কর্মকর্তাকে আটক করে পুলিশ। এর আগে ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের তীর থেকে ১ হাজার ৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সর্বশেষ খবর