বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

চিকিৎসক সংকটে বেহাল স্বাস্থ্যসেবা

গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্স

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার ৫০ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে চিকিৎসক সংকট। পাশাপাশি কর্মচারী সংকট নিয়ে ঢিমে তালে চলছে হাসপাতালটি। অকেজো এক্স-রে মেশিন ও লক্কর-ঝক্কর অ্যাম্বুলেন্সসহ নানা সংকটে বেহাল উপজেলার স্বাস্থ্য কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জানা গেছে, প্রকৌশলীরা এক্স-রে মেশিনটি একবার মেরামত করলেও দ্বিতীয়বার আর এই সেটি সচল করতে পারেনি।

বগুড়া জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসকের ৩০ পদের মধ্যে কর্মরত ১৩ জন। শূন্য পদ ১৭টি। তৃতীয় শ্রেণির ১৫৫ জনের মধ্যে রয়েছেন ১৩৩ জন। শূন্য ২২টি পদ। চতুর্থ শ্রেণির ৩০ জনের মধ্যে রয়েছেন ১৭ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। মোট মঞ্জুরিকৃত পদ ২৪২টি। কর্মরত ১৮৯ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ। অ্যাম্বুলেন্স ড্রাইভার হোসাইন আলম জানান, অ্যাম্বুলেন্সের ইঞ্জিন পুরনো হওয়ায় মাঝে মধ্যে বিকল হয়ে যায়। মেরামত করা হয়। গভীর রাতে মুমুর্ষু রোগী অ্যাম্বুলেন্সে করে অন্যকোনো হাসপাতালে পাঠানো হলে উল্টো ঝুঁকিতে পড়তে হয়।

 

সর্বশেষ খবর