বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

রোহিঙ্গা গণহত্যা আন্তর্জাতিক তদন্ত দল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া এবং তাদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এখন বাংলাদেশে। গতকাল আইসিসির সাত সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে। এক সপ্তাহের সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিনিধিদলটির কাজ রোহিঙ্গা বিতাড়নের বিষয়ে মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের ওপর শুনানি করে পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত হবে। প্রতিনিধিদলের কাজটি হবে অনেকটা বিচার শুরুর আগে অভিযোগপত্র (চার্জশিট) তৈরি করার মতো।

সর্বশেষ খবর