শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ঐতিহ্য

মহাস্থানগড়ে একাদশ শতাব্দীর স্থাপত্য

আবদুর রহমান টুলু, বগুড়া

মহাস্থানগড়ে একাদশ শতাব্দীর স্থাপত্য

আবারও খনন কাজ চলছে বগুড়ার মহাস্থানগড়ে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এ খনন কাজ শেষ হবে। এ সময় ষষ্ঠ থেকে একাদশ শতাব্দীর বিভিন্ন শাসকের স্থাপত্য নির্মাণের অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে। প্রত্ন গবেষকরা বলছেন, এই স্থাপত্য অবকাঠামোগুলো খুবই প্রাচীন। পুরো গবেষণা না করে বলা যাচ্ছে না অবকাঠামোগুলো কিসের এবং কোন শাসনামলের। তবে গবেষকরা বলছেন আগের পাওয়া নিদর্শনের সঙ্গে গুপ্ত আমলের অবকাঠামোগুলোর মিল রয়েছে। আবার কিছু অবকাঠামোর পাল আমলের সঙ্গেও মিল রয়েছে। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মহাস্থানগড়ের অবস্থান। নব্বই দশক থেকে মহাস্থানগড়ে বিভিন্ন সময়ে খনন কাজ চলছে। মহাস্থানগড়ের বৈরাগী নামের একটি স্থান রয়েছে। যাকে স্থানীয়ভাবে বৈরাগীর ভিটা বলা হয়। লইয়েরকুড়ি ভিটার উত্তর-পশ্চিম কোণে এবং মহাস্থান জাদুঘর থেকে দক্ষিণ দিকে অবস্থিত বৈরাগীর ভিটা। এই ভিটায় তৃতীয় দফায় প্রত্ন গবেষকরা গত ফেব্রুয়ারি মাসে খনন কাজ শুরু করেন। চলবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। এই খননে বেরিয়ে এসেছে প্রাচীন স্থাপত্য নিদর্শন। কর্মকর্তারা বলছেন, খননকালে বেশকিছু পোড়া মাটির ফলক, পাত্র, কিছু ভগ্নাংশ পাওয়া গেছে। এর সঙ্গে যে নিদর্শন পাওয়া গেছে তা ষষ্ঠ থেকে একাদশ শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে। খননের বিভিন্ন পর্যায়ে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সব প্রত্ননিদর্শন। এই নিদর্শন বা প্রাচীন অবকাঠামোগুলো বিভিন্ন শাসনামলে নির্মাণ ও ব্যবহার হয়েছে। তবে গুপ্ত আমল থেকে শুরু করে একাদশ শতাব্দীর শাসনামলের বিভিন্ন নির্মাণশৈলীর সঙ্গে মিল রয়েছে।

প্রত্নতাত্ত্বিক অধিদফতরের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে খনন শুরু হয়ে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। এই খননে আটজন সদস্য রয়েছেন। এ পর্যন্ত যেসব প্রাচীন নিদর্শন পাওয়া গেছে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় খননে পাওয়া গেছে বেশকিছু প্রাচীন নিদর্শন। তবে বলা যায়, গুপ্ত আমল থেকে বিভিন্ন যুগের মৃৎপাত্রের ভগ্নাংশ, তৈলপাত্র, পোড়া মাটির বাটি ও পোড়া মাটির গুটিকা পাওয়া গেছে। যে অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে তার সঙ্গে গুপ্ত আমলের মিল আছে। ষষ্ঠ শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়ে এই অবকাঠামোগুলো নির্মাণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর