মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উপজেলায় ভোট ৪৩.৩২ শতাংশ

সর্বনিম্ন বাগমারায় ১৩.১৯, সর্বোচ্চ আটোয়ারীতে ৭১.১৬, অনিয়ম তদন্ত করবে ইসি

গোলাম রাব্বানী

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৪৩ দশমিক ৩২ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় সর্বনিম্ন ভোট পড়েছে ১৩.১৯ শতাংশ। আর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সর্বোচ্চ ৭১.১৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এ ছাড়া ৭৮ উপজেলায় ভোট হয়েছে ১০ মার্চ আর তিন উপজেলায় আগেই সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সব মিলে ৮১ উপজেলার চেয়ারম্যান পদের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন ৫৮টি এবং স্বতন্ত্র প্রার্থী ২৩টিতে, তবে স্বতন্ত্রের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় ভোট গ্রহণ হয়। প্রথম ধাপের ভোটে ৭৮ উপজেলায় ভোটারসংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০। ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। ৭৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ১ কোটি ১০ লাখ ৫২ হাজার ৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৭ লাখ ৮৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৩৫৪ জনের ভোট বাতিল হয়েছে। বাকি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে। ৬টি উপজেলায় ৩০ শতাংশের কম ভোট পড়েছে। সেগুলো হচ্ছে- পঞ্চগড় সদর (২০.৬৩ শতাংশ), কুড়িগ্রামের উলিপুর (২৯.৭২ শতাংশ), নীলফামারীর ডিমলা (২৪.৮৯ শতাংশ), লালমনিরহাট সদর (২৬.০৯ শতাংশ), রাজশাহীর পুঠিয়া (২৬.৬৯ শতাংশ) ও বাগমারায় (১৩.১৯ শতাংশ)। বাগমারা উপজেলায় ২ লাখ ৭৮ হাজার ১৪টি ভোটের মধ্যে ৩৬ হাজার ৬৭০ ভোট পড়েছে। এ উপজেলায় আওয়ামী লীগের অনিল কুমার সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে সর্বোচ্চ ভোটপড়া আটোয়ারী উপজেলায় ৯ লাখ ৬০ হাজার ২১টি ভোটের মধ্যে ৬৮ হাজার ৩২৬টি ভোট পড়েছে। এদিকে ব্যালট ছিনতাই-জোরপূর্বক সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগে ২৮ কেন্দ্রের ভোট বন্ধ করেছে কমিশন। এসব অনিয়মের বিষয়ে তদন্ত করতে নির্বাচন কমিশন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ৪৩ দশমিক ৩২ শতাংশ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তিনি আরও বলেন, যেসব কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। সেগুলো কেন বন্ধ হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নৈতিকতার বিষয়। অনেক সময় অনেকে নৈতিকতা হারিয়ে কোনো প্রার্থীর পক্ষে কাজ করে। তবে সেগুলো নজরে আসার সঙ্গে সঙ্গে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ হওয়া উপজেলায় ভোটের বিষয়ে তিনি বলেন, এগুলো পঞ্চম ধাপে বা নতুন কোনো তারিখ নির্ধারণ করে ভোটগ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর