বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সাঁওতাল পল্লীতে বাহা পরব

গাইবান্ধা প্রতিনিধি

সাঁওতাল পল্লীতে বাহা পরব

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায় নিজস্ব ঐতিহ্যে নেচে- গেয়ে আনন্দের সঙ্গে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে তাদের ‘বাহা পরব’ পালনের মাধ্যমে। সাঁওতাল পল্লী বাগদা বাজারে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন মাঠে মঙ্গলবার নিজস্ব কৃষ্টি অনুযায়ী ‘বাহা পরব’ আনুষ্ঠানিকভাবে পালন করে। বাহা পরব উদযাপন কমিটি ও অবলম্বনের আয়োজনে ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রাম উৎসবটির পৃষ্ঠপোষকতা করে। আদিবাসী  সাঁওতালরা বসন্তকে বরণ করে তাদের নিজস্ব ঐতিহ্যে। এ সময় সাঁওতাল তরুণীরা লাল ফুল খোঁপায় গেঁথে আনন্দে নাচে-গানে মেতে ওঠে। আনন্দে বিভোর হয়ে মাদলের তালে তালে গান গেয়ে নাচতে থাকে তারা। আর সেই আনন্দ-উৎসবের নাম ‘বাহা পরব’। বাহা অর্থ ফুল। তাই বাংলায় বাহা পরবকে ‘ফুল উৎসব’ বলা হয়। অনুষ্ঠান শেষে ভোজের আয়োজন করা হয়। বাহা পরবে স্থানীয় আদিবাসী শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত সাঁওতাল সাংস্কৃতিক দলের সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এতে সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।

বাহা পরব উদযাপন কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান, ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের মাইনরিটি এক্সপার্ট শংকর পাল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, এনডিএফ-এর নির্বাহী পরিচালক ভিক্টর লাকরা, পারগানা পরিষদের সভাপতি নরেন বাস্কে, আদিবাসী গবেষক কেরিনা হাসদা, প্রিসিলা মুরমু প্রমুখ।

সর্বশেষ খবর