Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ মার্চ, ২০১৯ ২২:৫৫

শিল্পকলায় সোনাই মাধব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় সোনাই মাধব

‘মৈমনসিংহ গীতিকা’র অনন্য সৃষ্টি পদাবলী যাত্রাপালা ‘সোনাই মাধব’। অভিনয়, নাচ ও গানের অনন্য সৃষ্টি এই পদাবলী যাত্রাপালাটি মঞ্চে এনেছে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় মনোমুগ্ধকর এই পদাবলী যাত্রাপালাটি।

সোনাই এবং মাধবের প্রেম ও বিচ্ছেদের পাশাপাশি মানবসমাজের বিভিন্ন করুণ দিক এতে তুলে ধরা হয়েছে। পালাটির আধুনিক রূপায়ণ, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। কাহিনী অনুযায়ী, গ্রামের দেওয়ান ভাবনার অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারে না। সে সোনাইয়ের কথা জেনে তার মামার কাছে যায়। মামা প্রথমে সোনাইকে ভাবনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না, পরে মৃত্যুর ভয় দেখালে সে বলে দেয় নদীতে জল আনতে গেলে সে যেন সোনাইকে বজরায় তুলে নেয়। ভাবনা তাই করে। বজরা থেকে কান্নার শব্দ শুনে মাধব গিয়ে তাকে উদ্ধার করে এবং দেখে সে তারই সোনাই।  সোনাইয়ের সঙ্গে মাধবের বিয়ের আয়োজন চলে। যার কারণে মাধবের বাবাকে ধরে নিয়ে যায় দেওয়ান। বাবাকে উদ্ধারের জন্য দেওয়ানের কাছে যায় মাধব। সোনাই এক বছর একা থাকে ঘরে। তারপর ফিরে আসে তার শ্বশুর, বলে সোনাই না গেলে মাধবকে  ছেড়ে দেবে না। বাধ্য হয়ে সোনাই যায় মাধবকে ছাড়াতে। দেওয়ান মাধবকে ছেড়ে দিয়ে সোনাইকে আটকে রাখে। কিন্তু ঘরে এসে দেখে সোনাই বিষপানে আত্মহত্যা করেছে। এভাবেই এগিয়ে যায় পদাবলী যাত্রাপালাটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা, জাহিদুল কবির, রহিমা খাতুন, উম্মে মরিয়ম, কিশোয়ার জাহান, মোমিন মিয়া, সুচিত্রা রানী সূত্রধর, রওশন হোসেন, তাজুল ইসলাম মুন্সি, লিয়াকত আলী লাকী প্রমুখ।


আপনার মন্তব্য