শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গা-তুরাগে ৫৭ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা-তুরাগ নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ১৭তম দিনের এ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৫৭টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, ১৮তম দিনের মতো আজ সকাল ৯টা থেকে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর এলাকা ও তুরাগ নদীর বিপরীত পাশে অভিযান চলবে। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, গতকাল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও রামচন্দ্রপুর এলাকায় এবং বিপরীত পাশে সাভারের বড়বরদেশী মৌজায় তুরাগ নদীর তীরভূমিতে সিলিকন সিটি হাউজিং, আকাশ নীলা ওয়েস্টার্ন সিটি লিমিটেড, অনির্বাণ ও তুরাগ হাউজিং এলাকায় ৫৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে এক তলা ১৩টি, দোতলা একটি, তিন তলা একটি, চার তলা একটিসহ ১৬টি পাকা ভবন, আধা পাকা ১০টি এবং বাউন্ডারি ওয়াল ৩১টি। এসব দখলদারদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এসব স্থাপনার মধ্যে একটি চারতলা, দুটি তিনতলা, পাঁচটি দোতলা ও ছয়টি একতলা ভবন রয়েছে।

সর্বশেষ খবর