বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
১২০ কোটি টাকা আত্মসাৎ

সাবেক এমপি শওকতের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক

১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি মো. শওকত চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ওই নয়জনের বিরুদ্ধে দুদকের বোর্ডসভায় এ অনুমোদন দেওয়া হয়। নীলফামারী-৪-এর সাবেক এমপি মো. শওকত চৌধুরী এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে ব্যাংকের ১২০ কোটি ৯ লাখ টাকা আত্মসাতের অপরাধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। আসামিরা হলেন মেসার্স যমুনা অ্যাগ্রো কেমিক্যালের প্রোপ্রাইটর ও মেসার্স যমুনা অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাবেক এমপি মো. শওকত চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বংশাল শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক (চাকরিচ্যুত) মো. হাবিবুল গনি, সাবেক ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা (চাকরিচ্যুত) শিরিন নিজামী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার (চাকরিচ্যুত) দেবাশীষ কুমার বাউল, একই ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) (চাকরিচ্যুত) ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন এবং সাবেক এক্সিকিউটিভ অফিসার আসজাদুর রহমান। এসব ব্যক্তি ব্যাংকিং আইন ভঙ্গ করে অবৈধভাবে ব্যাংকের টাকা আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর