শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমার সেনাপ্রধানকে নিষিদ্ধ করতে চার সিনেটরের চিঠি

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা মুসলিমদের হত্যা করা ও যৌন নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমারের সেনাবাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লাইয়াংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের চারজন সিনেটর তাদের দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও অর্থমন্ত্রী স্টিভেন স্নাচিনের কাছে দেওয়া এক চিঠিতে ৪ সিনেটর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক নিন্দা উচ্চারণ সত্ত্বেও পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। তাই, ‘মৌলিক অধিকার লঙ্ঘনকারী আচরণ যে যুক্তরাষ্ট্র বরদাশত করে না’ এটা জেনারেল মিন অং হ্লাইয়াং ও মিয়ানমারের অন্য পদস্থ সেনা কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া দরকার।

সর্বশেষ খবর