শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রঙে রঙিন দোল

নিজস্ব প্রতিবেদক

রঙে রঙিন দোল

‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে/সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে।’ ঋতুরাজ বসন্ত স্বরূপে ফেরে দোলের রঙিন ছটায়। দোল পূর্ণিমার পুণ্য তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন দোল উৎসব। ধর্মের প্রাচীর ডিঙ্গিয়ে দোলের উৎসবে মেতে ওঠেন সব ধর্ম, বর্ণ, বয়সের মানুষ। গতকাল সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী প্রাঙ্গণে রঙ অর্থাৎ হোলি উৎসব শুরু হয়। অশুভকে ধ্বংস করে রঙিন পৃথিবী গড়ার প্রত্যয়ে রঙ খেলায় মেতে ওঠেন সবাই। একে অপরের মুখে রঙ মেখে দিয়ে জানান শুভ কামনা। শিশুরা মেতে ওঠে রঙের খেলায়। অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র দেখা যায় হোলি উৎসবকে ঘিরে। বিভিন্ন ধর্মের মানুষ মেতে উঠেছিলেন আনন্দ উৎসবে। রাজধানীর শাঁখারীবাজার এলাকা ছিল রঙে রাঙানো। চেনা-অচেনা পথচারীদের বরণ করা হয়েছে আবিরের রঙে। সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি বলেন, সকালে ঢাকেশ্বরীতে নামকীর্তন ও শ্রীকৃষ্ণের পায়ে আবির ছুঁইয়ে উৎসবের শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ২টায়। দিনাজপুর ও বগুড়াসহ দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে দোল উৎসব।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর